পানি বিক্রি করে হলেন চিনের শীর্ষ ধনকুবের!

কয়েক বছর আগে শোনা গিয়েছিল, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না কি পানির জন্য। তবে পানির জন্য বিশ্বযুদ্ধ না হলেও পানি বিক্রি করে বিশ্বের বৃহত্তম জনবহুল দেশের শীর্ষ ধনকুবের হয়েছেন এক চিনা উদ্যোগপতি। চিনের শীর্ষ ধনকুবের আলিবাবা কোম্পানির মালিক জ্যাক মা’কে হারিয়ে প্রথম স্থান দখল করে নিয়েছেন ঝং সানসান। চিনের পাশাপাশি এশিয়া মহাদেশের দ্বিতীয় ধনী হয়েছেন তিনি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫ হাজার ৮৭০ কোটি ডলার।
জ্যাক মায়ের সম্পদের পরিমাণ সানসানের থেকে ২০০ কোটি ডলার কম। ব্লুমবর্গ বিলিওনেয়ারের ইনডেক্সে এই তথ্য প্রকাশিত হয়েছে। তবে এশিয়ার শীর্ষধনী হয়েছেন ভারতের রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। এদিকে সারা বিশ্বের তালিকায় ১৭তম স্থানে রয়েছেন সানসান। তাঁর কোম্পানি ‘লোন উলফ’-এর মূলত বোতলজাত পানির ব্যবসা। তবে এ ছাড়াও তাঁর আরও বেশ কয়েকটি বড় কোম্পানি রয়েছে। চলতি বছর তাঁর মালিকানাধীন গ্রুপ অব কোম্পানির সম্পদ একলাফে বেড়েছে ৫ হাজার ২০০ কোটি ডলার।