SalamWebToday নিউজলেটার
Sign up to get weekly SalamWebToday articles!
আমরা দুঃখিত কোনো কারণে ত্রুটি দেখা গিয়েছে:
সম্মতি জানানোর অর্থ, আপনি Salamweb-এর শর্তাবলী এবং গোপনীয়তার নীতি মেনে নিচ্ছেন
নিউজলেটার শিল্প

শনি হেলে আছে কেন? বিজ্ঞানীরা বললেন উপগ্রহই দায়ী!

আবিষ্কার ০৮ ফেব্রু. ২০২১
জ্ঞান-বিজ্ঞান
শনি হেলে
© Manjik | Dreamstime.com

ছোটবেলায় স্কুলে পড়ার সময় আমরা সূর্য এবং তাকে ঘিরে আবর্তিত গ্রহদের কথা পড়েছিলাম। তার মধ্যে একটি গ্রহের চারিদিকে চক্রের মত বলয় আছে তা জেনেছিলাম। শুধু তাই নয়, সেটি যে বাকিদের তুলনায় খানিকটা হেলে থাকে তাও বলেছিলেন শিক্ষক। সূর্য থেকে দূরত্বের বিচারে ষষ্ঠ স্থানে থাকা সেই গ্রহটিই শনি। বৃহস্পতির পর এটিই আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহ।

পৃথিবীর যেমন উপগ্রহ চাঁদ রয়েছে, তেমনি শনির রয়েছে প্রায় ৮২ টা চাঁদ। এর মধ্যে সবথেকে বড়টির নাম টাইটান। আয়তনে টাইটান আমাদের মঙ্গল গ্রহের থেকেও বড়। জানুয়ারি মাসে বিখ্যাত Nature Astronomy জার্নালে প্রকাশিত বিজ্ঞানীদের নতুন গবেষণায় জানা গেল শনি-র হেলে থাকার পিছনে দায়ী করা যায় এই টাইটানকেই!

শনি হেলে আছে কেন?

শনির সৃষ্টি আজ থেকে প্রায় ৩০০ কোটি বছর আগে। শুরু থেকেই এই গ্রহ তার অক্ষ থেকে খুব সামান্য হেলে ছিল। কিন্তু মোটামুটি ১০০ কোটি বছর আগে শনির উপগ্রহদের কক্ষপথের পুনর্বিন্যাস সূচিত হয়। এর ফলে তৈরী হওয়া অনুরণনের প্রভাবে শনি আরো কাত হতে থাকে। শনির অক্ষ নেপচুন গ্রহের কক্ষপথের সামনে এসে যাওয়ায় এই অনুরণন শনির অক্ষকে ঠেলে কাত করতে থাকে। বর্তমানে এই কাত হয়ে থাকার পরিমাপ প্রায় ২৭ ডিগ্রি!

Institute of Celestial Mechanics and Ephemeris Calculation এ অবস্থিত Paris Observatory (PSL/CNRS) এর তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানান আরও চমকপ্রদ তথ্য। টাইটান এবং শনির বাকি উপগ্রহগুলি আগের থেকে এখন আরো দ্রুত গতিতে শনি থেকে দূরে সরে যাচ্ছে। বিশেষ করে টাইটানের বিশাল আয়তনের জন্য এর প্রভাব পড়ছে শনির অক্ষের উপর। সেই কারণেই যত তারা দূরে সরছে ততই শনি আরো হেলে পড়ছে।

ভবিষ্যতে কতটা কাত হয়ে পড়তে পারে শনি?

কয়েকশ কোটি বছর আগে নেপচুনের কক্ষপথের পরিবর্তনের জন্য শনির সামান্য হেলে থাকা অক্ষ বেশ স্থায়ীই ছিল। কিন্তু CNRS, Sorbonne University এবং University of Pisa এর দুই বিজ্ঞানীর এই নতুন আবিষ্কার পুরোনো হিসেব বদলে দিয়েছে। তাঁদের দাবি, শনি একটু একটু করে ক্রমশ আরো কাত হচ্ছে। আমরা এখন হয়ত সেই উত্তরণের একটা ছোট্ট অংশ দেখতে পাচ্ছি। কিন্তু তাঁরা জানিয়েছেন পরের কয়েকশ কোটি বছরে এখনকার দুগুণেরও বেশি কাত হয়ে পড়বে শনি।

শুধু শনিই নয়, বিজ্ঞানীদের চোখে ধরা পড়েছে বৃহস্পতির ৪ টে চাঁদের প্রভাবে তার অক্ষ থেকে হেলে পড়ার সম্ভাবনাও। বৃহস্পতির চাঁদের কক্ষপথের পুনর্বিন্যাস এবং তার সাথে ইউরেনাসের কক্ষপথের সংঘর্ষের ফলে তৈরী হওয়া অনুরণন বৃহস্পতিকেও তার অক্ষ থেকে ঠেলে কাত করতে পারে। বিজ্ঞানীদের অনুমান, পরের ৫০০ কোটি বছরে বৃহস্পতি ৩ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রিরও বেশি হেলে যাবে।